জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: কোভিডের সমস্ত বিধি মেনে শুরু হলো অষ্টমতম জঙ্গলমহল মেলা। সোমবার রাজ্যের পশ্চিমাঞ্চলের ছয়টি জেলায় একসঙ্গে শুরু হল এই উৎসব। পুরুলিয়ায় জঙ্গল মহল উৎসব হল বলরামপুর কলেজ মাঠে। এদিন প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানী টুডু। উপস্থিত ছিলেন বলরামপুরের প্রাক্তন বিধায়ক ও পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত, ছাড়াও দুই বিধায়ক সুশান্ত মাহাত ও রাজীবলোচন সোরেন, জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, জেলাশাসক রাহুল মজুমদার প্রমূখ। জেলাশাসক রাহুল মজুমদার জানিয়েছেন, জঙ্গলমহলে এখন রোজ উৎসব চলছে। জন্ম থেকে থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরণের পরিষেবা পাচ্ছেন মানুষ। অন্যদিকে মন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন, এই উৎসব আগে ব্লক স্তর থেকে জেলা স্তর অবধি হওয়ার পর ঝাড়গ্ৰামে কেন্দ্রীয় স্তরের অনুষ্ঠান হত। এবার কোভিড পরিস্থিতির জন্য কেন্দ্রীয় স্তরের অনুষ্ঠান হচ্ছে না। রাজ্যের পশ্চিমাঞ্চলের ছয়টি জেলায় এই উৎসব হচ্ছে। চলবে বুধবার অবধি। জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু বলেন, জঙ্গলমহলের সংস্কৃতি ও শিল্প চর্চায় যে উৎসব মুখ্যমন্ত্রীর উদ্যোগে আট বছর আগে শুরু হয়েছিল এখন তা মানুষের প্রেরণাস্থলে পরিণত হয়েছে। উৎসবের প্রথম দিন বলরামপুরের ময়দানে প্রদর্শিত হয়েছে ছৌনৃত্য ও আদিবাসী নৃত্য। উৎসবে মাতছেন এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct