সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: বাঁকুড়া হেড পোস্ট অফিসের পাঁচটি সার্কেলে আউট সোর্স এজেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ডাকঘর বিভাগ। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবারআবেদনকারীদের বাঁকুড়া হেড পোস্ট অফিসে হাজির হয়ে ইন্টারভিউ দেওয়ার কথা বলা হয়। সেই বিজ্ঞপ্তি দেখে দূর দূরান্তের জেলা থেকে বহু আবেদনকারী হাজির হন বাঁকুড়া হেড পোস্ট অফিসে। কিন্তু ইন্টারভিউ এর নির্দিষ্ট সময়ে পৌঁছে তাঁরা দেখেন পোস্ট অফিসের গায়ে একটি নোটিশ টাঙানো রয়েছে। যে নোটিশে লেখা রয়েছে কোভিড পরিস্থিতির কারণে ইন্টারভিউ বাতিল করা হয়েছে। এই নোটিশ দেখেই ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা। হেড পোস্ট অফিসের গ্রাহকদের বাইরে বের করে বিক্ষোভকারীরা হেড পোস্ট অফিসের মূল দরজায় থাকা সার্টার নামিয়ে বিক্ষোভ শুরু করে। পোস্ট অফিসের সামনের রাস্তা কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখা হয়। বিক্ষোভকারীদের দাবি অনলাইনে পরীক্ষার বিজ্ঞপ্তি দেখে অসংখ্য পরীক্ষার্থী দূর দূরান্তের জেলা থেকে মোটা অঙ্কের টাকা খরচ করে বাঁকুড়া হেড পোস্ট অফিসে হাজির হয়েছিলেন। কিন্তু পরীক্ষা বাতিল করার জন্য পোস্ট অফিস কর্তৃপক্ষ পোস্ট অফিসের দেওয়ালে শুধুমাত্র একটি নোটিশ টাঙিয়েই দায় সেরেছে। এর ফলে চূড়ান্ত সমস্যায় পড়ত্র হয়েছে তাঁদের। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছে ডাকঘর কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct