আপনজন ডেস্ক: লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তি নবায়নের চেষ্টা চলছে বহুদিন ধরে। এ মরশুমে গড়ে প্রতি ৯৮ মিনিটে একটি করে গোল করেছেন। তাই বেতন বাড়িয়ে বছরে ১৭০ কোটি করার দাবি জানালেন সালাহ। যদিও তা মানছে না লিভারপুল।
লিভারপুল ফরোয়ার্ড সালাহর চুক্তি নবায়নের চেষ্টা চলছে বহুদিন ধরে। কিন্তু দুই পক্ষ কোনোভাবেই একমত হতে পারছে না। মিসরীয় ফরোয়ার্ড নিজের দাবি জানিয়ে রেখেছেন বেশ আগেই। কিন্তু তাঁর সেই দাবি মানতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে লিভারপুল। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর নিজেকে নতুন করে চিনিয়েছেন সালাহ। মাত্র সাড়ে চার বছরে লিভারপুলের জার্সিতে ১৪৮ গোল করে ফেলেছেন। লিভারপুলের হয়ে দ্রুততম গোলের সব রেকর্ড ভেঙে ফেলেছেন সালাহ। এই মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার লিভারপুল ৫৫ গোল করেছে, এর মধ্যে ২৫ গোলেই অবদান সালাহর। চ্যাম্পিয়নস লিগের ১৭ গোলের ৭টিই করেছেন সালাহ। এ মৌসুমে গড়ে প্রতি ৯৮ মিনিটে একটি করে গোল সালাহর। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে খেলা একজন ফুটবলারের ক্ষেত্রে এই পরিসংখ্যান ঈর্ষণীয়।
লিভারপুলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সালাহর চুক্তির মেয়াদ। এই ফরোয়ার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে ২০২৩ সালের জুনে। চার বছর ধরেই ব্যালন ডি’অরের শীর্ষ তালিকায় যার নাম আনাগোনা করে, এমন এক ফুটবলারকে কে ছাড়তে চায়? তাঁর ক্লাব লিভারপুলও যে চায় না, ২৯ বছর বয়সী ফরোয়ার্ডও সেটা জানেন। সে কারণে নতুন চুক্তিতে নিজের পারফরম্যান্সের আনুপাতিক বেতন চাইছেন। ইংলিশ সংবাদমাধ্যমগুলো দাবি করছে, সপ্তাহে ৪ লাখ ইউরো বেতন চাইছেন। অর্থাৎ বছরে ২ কোটি ইউরো। শুনতে বেশি মনে হতে পারে। কিন্তু বার্সেলোনার কাছে নতুন চুক্তিতে এই বেতনই দাবি করেছেন উসমান দেম্বেলে। সালাহর মতোই ২০১৭ সালে দলবদল করেছেন দেম্বেলে। বার্সেলোনার জার্সিতে এই সময়ে মাত্র ৩১ গোল করা দেম্বেলের সমান বেতন দাবি করতেই পারেন সালাহ। কিন্তু সংবাদমাধ্যমে গুঞ্জন, লিভারপুল বার্সেলোনার পথেই হাঁটতে যাচ্ছে। বার্সেলোনা যেমন দেম্বেলের বাড়তি বেতনের দাবি পাত্তা দিচ্ছে না, লিভারপুলও তা-ই করতে যাচ্ছে সালাহর ক্ষেত্রে।
অবশ্য সালাহর বয়স এখন ২৯, পাঁচ বছরের চুক্তির শেষ হতে হতে সালাহ এমন ফর্মে থাকবেন কি না, সেটি নিয়ে ভাবছে লিভারপুল। ত্রিশের ডানে চলে যাওয়া খেলোয়াড়কে তখন বিক্রি করেও লাভ করতে পারবে না লিভারপুল। সে ক্ষেত্রে এমন বেশি বেতনের চুক্তি দীর্ঘ মেয়াদে লিভারপুলের জন্য অনেক বড় ঝুঁকির, এই দিকটিও বিবেচনায় আনছে লিভারপুলের মালিকপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct