আপনজন ডেস্ক: পাঞ্জাবের বিধানসভা ভোট ৬ দিন পিছিয়ে দেওয়া হল। সোমবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে রাজ্যে ভোট হবে ২০ ফেব্রুয়ারি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি লিখে ভোট পেছনোর অনুরোধ জানান।
তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাসজয়ন্তী। এ উপলক্ষে লাখ লাখ মানুষ রাজ্য থেকে উত্তরপ্রদেশের বারানসিতে গুরু রবিদাসের জন্মস্থানে যাবেন শ্রদ্ধা জানাতে। সমাজের তফসিল জাতি ও দলিতদের এক বিরাট অংশ প্রতিবছর এই দিনে বারাণসী যায়।
পাঞ্জাবের মোট জনসংখ্যার ৩২ শতাংশ তফসিল জাতিভুক্ত। প্রতিবছর সেখানে গুরু রবিদাসের জন্মদিন যথাযোগ্য সমারোহে পালন করা হয়। ১৪ ফেব্রুয়ারি ভোট হলে এসব মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হবে। এ কারণে ভোট যেন ৬ দিন পিছিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী চান্নির পাশাপাশি একই আবেদন জানিয়েছিল বিজেপি, বিএসপি, আম আদমি পার্টিসহ অন্য রাজনৈতিক দলগুলোও। সেই দাবি মেনে নির্বাচন কমিশন ভোটের দিন পিছিয়ে ২০ ফেব্রুয়ারি ধার্য করল। তবে পাঞ্জাবে এবার ভোট হতে চলেছে এক দিনেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct