আপনজন ডেস্ক: কানাডার নোভা স্কটিয়ার ওলফভিল শহরের স্থানীয় মুসলিম কমিউনিটি প্রথমবারের মতো মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে । শহরে মুসলিম অধিবাসীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায়— তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও মুসলিমদের ধর্মীয় সেবা নিশ্চিত করতেই তারা এমন উদ্যোগ নিয়েছেন। প্রস্তাবিত মসজিদটির নাম উম্মাহ মসজিদ। এই মসজিদের ইমাম আবদুল্লাহ ইয়ুসরি বলেন, ' আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা উপত্যকার প্রথম মসজিদ ও কমিউনিটি সেন্টার নির্মাণের একটি প্রস্তাবের অনুমোদন পেয়েছি।' মসজিদটি স্থানীয় মুসলিমদের স্বতঃস্ফূর্ত অনুদানেই নির্মিত হচ্ছে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ চলমান। ফলে আগামী ২৮ ফেব্রুয়ারির আগে সাড়ে তিন লাখ ডলারের প্রয়োজন। তবে ইতোমধ্যে উম্মাহ মসজিদ ও কমিউনিটি সেন্টারের তহবিলে এক লাখ ৯৭ হাজার ডলার সংগৃহিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct