আপনজন ডেস্ক: মানুষের মুখমণ্ডলের সৌন্দর্যের মধ্যে নাক হলো অন্যতম। নিয়মিত যত্ন না নিলে নাকের ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। নাক খসখসে হয়ে যায়। নাকে দাগ পড়ে যায়। নাকের ওপরের ত্বকে ব্ল্যাকহেডস দেখা দেয়। এছাড়া অনেকের নাকের চামড়া ওঠে। ফলে মুখমণ্ডল শ্রীহীন হয়ে যায়। নাকের ত্বক শুষ্ক ও অতিরিক্ত তেলতেলে হলেও সমস্যা। তাই আর্দ্রতা ধরে রাখার জন্য কিছু ঘরোয়া রূপচর্চা করলে এ সমস্যা অনেকটা কমে আসে। জানেন কি, নাকের ত্বকের যত্ন নিতে আপনার হাতের নাগালেই রয়েছে সব উপকরণ।
১. মুলতানি মাটি ও লবঙ্গ গুঁড়ো: নাকের দু’পাশে অনেক সময়ই কালচে দাগ দেখা যায়। এই দাগ থেকে মুক্তি পেতে ১ চামচ মুলতানি মাটি, ৪-৫টা লবঙ্গ গুঁড়ো গোলাপ জলে মিক্স করে প্যাক বানিয়ে নিন। এবারে নাক ধুয়ে ভালোভাবে নাকের ওপর এই প্যাক লাগিয়ে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়াও টক দই, মধু ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
২. অ্যালোভেরা ও শসার রস: আপনার নাক যদি তেলতেলে হয়। তাহলে প্রতিদিন রুটিন করে ১ টেবিল চামচ অ্যালোভেরার সঙ্গে ১ চা চামচ শসার রস মিশিয়ে মিশ্রণটি তুলোর সাহায্যে মিনিট কুড়ি নাকের উপর লাগালে তা দূর হবে।
৩. দই, ডিম, মধু ও হলুদের মিশ্রণ: দই, ডিম, মধু ও সামান্য পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে। সেই প্যাক মিনিট দশেক নাকের উপর লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক ব্যবহারের ফলে সব সময় নাকের উপর ও চারপাশ চারপাশ পরিষ্কার থাকবে। সহজে কোনো কালচে ছোপ বা ব্ল্যাকহেডস হবে না।
৪. দুধ ও সোডা: দুধে ১ চিমটি খাবার সোডা মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে নাকের উপর আলতো করে মুছে নিতে হবে। এতে নাকের উপরে জমে থাকা ধুলো পরিষ্কার হবে।
৫. দারচিনি ও ময়দা: ১ চামচ ময়দার সঙ্গে হাফ চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে মিনিট দশেক নাকের উপর লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলতে হবে। এতে নাকের ত্বক পরিষ্কার থাকবে। তবে দারচিনির গুঁড়ো জন্য জ্বালা করতে পারে, তাতে কিন্তু ভয়ের কিছু নেই। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে।
৬. ডিম ও টিস্যু পেপার: একটি ডিমের শুধুমাত্র সাদা অংশ নাকের উপর ভালোভাবে লাগিয়ে তার উপর টিস্যু পেপার দিয়ে মুড়ে দিতে হবে। শুকিয়ে গেলে মাস্কের মতো করে তুলে নিতে হবে। এতে ব্ল্যাকহেডস পরিষ্কার হয়ে যায়।
৭. কমলার খোসা ও আমনড: ত্বক অতিরিক্ত শুষ্ক হলে নাকের উপর এবং দুই পাশে মরা চামড়া দেখা যায়। কমলার খোসা গুঁড়ো আমনড পাউডার ও ভুসি দুধের সঙ্গে মিশিয়ে লাগালে মরা চামড়ার দূর হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct