মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: ছবি ভালো লাগলে কিছু টাকা দেবেন দুপুরে ভাত খাবো। নদিয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাজদিয়া রেলস্টেশনে প্লাটফর্মে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আঁকছে কলজের তৃতীয় বর্ষের ছাত্র। ছবি ভালো লাগলে কিছু টাকা দেবেন, দুপুরে ভাত খাবো, আরজি যুবকের। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্টজনদের ছবি এঁকে মাজদিয়া প্লাটফর্মে রেলযাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিল এক চিত্র শিল্পী। কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সুজিত বাগ মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন রেলস্টেশনে রাস্তায় চোখ দিয়ে ছবি এঁকে চলেছেন বিভিন্ন ব্যক্তিদের ছবি পথচলতি কোন মানুষ যদি ওই শিল্পী কে নিজের ছবি এঁকে দিতে বলছেন তা করে দিচ্ছি একটাই দাবি একটু ভাত খাবো। স্থানীয় মানুষজন জিজ্ঞাসা করলে আপনি এইভাবে মেদনাপুর থেকে নদীয়ার মাজদিয়া রেলস্টেশনে ছবি আঁকছে না কেন চিত্রশিল্পী সুরজিত বাগ জানান কি করবো কাজ না থাকলে রাস্তায় ছবি আঁকলে কিছু পথচলতি মানুষ সেটা দেখে আমাকে কিছু পয়সা দেয় সেইটা দিয়ে আমি ভাত কিনে খায়।ওই যুবক বলেন আমি ভিক্ষা করছে না রাস্তায় কিছু ভালো ছবি আঁকছে মানুষ আমাকে পয়সা দিচ্ছে সেটা তেই আমার পেট চলছে এখন। লকডাউন মধ্যে কাজ হারিয়ে এখন বিভিন্ন রেল স্টেশনে ছবি এঁকে বেড়ায় এদিন মাজদিয়া রেলস্টেশনে যখন ছবি আঁকে তখন এলাকার লোকজন ভিড় জমায় ওই ছেলেটির ছবি আঁকা দেখে এবং সুন্দর সুন্দর ছবি আছে হাতের লেখাও ভালো এমনটাই জানাচ্ছেন স্থানীয় দোকানদাররা। ছবি আঁকা দেখে পথচলতি মানুষ ভালোবেসে যে টাকাটা দেয় সেই টাকা দিয়ে আপাতত পেট চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct