আপনজন ডেস্ক: বর্তমান সময়ের তরুণ-তরুণীরা নিজেদের সৌন্দর্য বাড়াতে হাজির হয় বিভিন্ন বিউটি পার্লারে। আর এই সৌন্দর্য বাড়াতে গিয়েই অনেক সময়েই ঘটে অঘটন। যার জন্য আজীবন খেসারত দিতে হয়। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লারা শেলম্যান নামে এক তরুণীর সঙ্গে। তিনি বিউটি পার্লারে গিয়েছিলেন পেডিকিওর করাবেন বলে।
পার্লারের বিউটিশিয়ানরা যখন তার পেডিকিওর করছিলো এই সময়ে হঠাৎ তার এক পা কেটে যায়। এর ফলে পায়ে জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাতে তার পায়ের শিরাগুলোতেও ব্লক হয়ে যায়। বেশ কিছু দিন ভোগার পর চিকিৎসকের সরণাপর্ণ হন। চিকিৎসক ওই মহিলাকে পা কেটে ফেলার পরামর্শ দেন।
ক্লারা শেলম্যান ২০১৮ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডায় টাম্পা এলাকার ট্যামি’স নেইলস টু নামে এক পার্লারে পেডিকিওর করাতে যান। সেখানকার এক কর্মীর অসচেতনতার জন্য ক্লারার পা কেটে যায়। ক্লারার আগে থেকেই পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ (পিএডি) থাকায় সংক্রমণ থাকায় দ্রুত তার পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে। যাদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থাকে তাদের পায়ের মধ্যে থাকা শিরাগুলোতে ব্লক হয়ে যায়। কয়েক মাসের মধ্যে সংক্রমণ এত বেশি ছড়িয়ে পড়ে যে ক্লারার পা চিকিৎসকরা কেটে ফেলতে বাধ্য হয়।
প্রায় তিন বছর পর ওই ঘটনার দায় নিতে অস্বীকার করে ট্যামি’স নেইলস টু। কিন্তু প্রতিষ্ঠানটি পরে দুঃখজনক ঘটনা বলে নিজেদের দোষ স্বীকার করে। প্রতিষ্ঠানটি ভুক্তভোগী ক্লারাকে ১৭ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct