আপনজন ডেস্ক: শুধু আমাদের দেশে নয় এবার ইউরোপের উন্নত দেশ ইতালিতেও ভুয়ো করোনা ভ্যাকসিন দেওয়ার ঘটনা সামনে এল। জানা গেছে, করোনা প্রতিরোধে ভুয়ো ভ্যাকসিন এবং সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার হল ইতালির এক নার্স। শনিবার পালেরমো শহরে তাকে গৃহবন্দি করা হয়। ‘ফিয়েরা দেল মেদিতার্নো’ স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরত ঐ নারী এক দম্পতিকে ভুয়া ভ্যাকসিন প্রদানের সময় ধরা পড়েন। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, অর্থের বিনিময়ে নার্স ইনজেকশন দিচ্ছেন ওই দম্পতিকে। কিন্তু সিরিঞ্জে করোনার প্রতিষেধক ছিল না। এর আগে, গত সপ্তাহে দেশটির আনকোনা শহর থেকে এক পুরুষ সেবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অন্তত ৫০ জনকে ভুয়া টিকা এবং সনদ প্রদানের অভিযোগ রয়েছে। স্বাস্থ্যসেবার নামে সরকারের সুনাম নষ্টের অপকর্ম রুখতেই নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, করোনার প্রথম স্রোতে ইতালিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছিল। তাই তাই সেখানে করোনা ভ্যাকসিন গ্রহণে জোর দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct