আপনজন ডেস্ক: দেশের মধ্যে অন্যতম শীর্ষ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের ইসলামি বিষয়ক ফতোয়ার জন্য রয়েছে দারুল ইফতা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে দেওয়া ফতোয়া বিপথে পরিচালিত করছে অভিযোগ তুলে তা ব্লক করে দেওয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যসচিবের কাছে আর্জি জানাল জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। তাদের দাবি দেওবন্দের ফতোয়া শিশুরা অবাধে দেখতে থাকায় তা তাদের ক্ষতি করছে।
জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশন বা এনসিপিসিআর অভিযোগ করেছে, দারুল উরুম দেওবন্দের ওয়েবসাইটে ফতোয়ার একটি তালিকা রয়েছে যা দেশের আইনের অধীনে প্রদত্ত বিধানের বিরুদ্ধে। তাই এনসিপিসিআর রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে বলেছে, “শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের ১৩ (১) (জে) অভিযোগের বিষয়টি বিবেচনা করে অভিযোগটি অনুসরণ করে এবং ওয়েবসাইটটি পরীক্ষা করে দেখা গেছে যে ব্যক্তিদের উত্থাপিত বিষয়গুলির প্রতিক্রিয়ায় প্রদত্ত ব্যাখ্যা এবং উত্তরগুলি দেশের আইন এবং কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
আগামী দশ দিনের মধ্যে উত্তরপ্রদেশ সরকারের কাছে এ সম্বন্ধে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এনসিপিসিআর।
তবে, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের এই সক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও। এসআইও-র জাতীয় সম্পাদক ফাওয়াজ শাহীন এক বিবৃতিতে বলেছেন, এনসিপিসিআর-এর চিঠিটি কিছু ফতোয়া তুলে ধরে মাদ্রাসাকে নিশানা করাই জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: