মাঘ এখন ঘরে
কনক কুমার প্রামাণক
__________________
বিদায় ঘন্টা বেজে গেছে
ছুটিতে যাচ্ছে পৌষ,
বছর পরে মাঘ আসছে
বাড়ছে শীতের রোষ।
রঙিন হয়েছে সারা মাঠ
হলুদ সর্ষে ফুলে,
মৌমাছিরা সুখে নাচে-গায়
খুশিতে হেলেদুলে।
মাঠে মাঠে শোভা বাড়ায়
মাঘে রবিশস্য,
তেজ হারিয়ে মাঘের রবি
সবার উপহাস্য।
শিশির কণা দ্যুতি ছড়ায়
সবুজ ঘাসের বুকে,
মাঘের শীতে পথের শিশু
মরে ধুঁকে ধুঁকে।
হিম বাতাসে কষ্ট বাড়ে
বরফ যায় গলে,
মাঘের শীতে বাঘ কাঁদে
সকল লোকে বলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct