যে মালিকের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে এসেছিল, সেই মালিকই মারা গেলেন অপঘাতে। হেলিকপ্টার দুর্ঘটনায়! গোটা ফুটবল দুনিয়াই স্তব্ধ হয়ে গিয়েছিল এ ঘটনায়। চলতি বছরের ২৭ অক্টোবর লেস্টার ও ওয়েস্টহ্যাম ম্যাচের পরপরই লেস্টার মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভার কপ্টার-দুর্ঘটনার মৃত্যুটা কেউ মেনে নিতে পারেননি।ভয়াবহ সে দুর্ঘটনার কারণটা এত দিন সবার অজানাই ছিল। অবশেষে দীর্ঘ এক মাস পর শ্রীবদ্ধনপ্রভার মৃত্যুর আসল কারণ জানা গেল। পুরো ঘটনাটি তদন্ত করছিল দ্য এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ।তারা জানিয়েছে, চালক যখন হেলিকপ্টার চালানো শুরু করলেন, ঠিক তখনই পেছনের পাখা (টেইল রোটোর) হেলিকপ্টারের মূল অংশ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেটি কন্ট্রোল প্যানেল থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পেছনের পাখা ঠিকমতো চলা শুরু হতে না হতেই হেলিকপ্টার আকাশে উঠে যাওয়ায় পেছনের পাখার পিন ও বেয়ারিং লুজ হয়ে পড়ে।ফলে হেলিকপ্টার আকাশে থাকা অবস্থাতেই নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে লটে বিধ্বস্ত হয়ে যায়। তাতে মৃত্যু হয় লেস্টার সিটির মালিকের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct