নকিব উদ্দিন গাজী,গঙ্গাসাগর,আপনজন: সাইকেল ভ্যান চালিয়ে বাবা মাকে নিয়ে কয়েকটি তীর্থে ঘুরেছিলেন ঝাড়খণ্ড রাজ্যের গিরিটি জেলার বছর-পঞ্চাশ মহাদেব ঠাকুর। এবার সাইকেল ভ্যান চালিয়ে দীর্ঘ ১০৩ দিন পর গঙ্গাসাগর মেলা তে পৌঁছালেন ঠাকুর দম্পতি। জীবনের স্বপ্ন -আরামে নয়, কষ্টের মধ্যে দিয়ে যাবেন তীর্থস্থানে। পুণ্যের আশায় নিজের স্ত্রী গঙ্গা ঠাকুরকে নিয়ে ঝাড়খন্ড থেকে সাইকেল ভ্যান চালিয়ে গঙ্গাসাগরে পৌঁছালেন আজ। কপিলমুনির প্রতি শ্রদ্ধা, গঙ্গাস্নানের প্রতি বিশ্বাস, রেখে মহেন্দ্রযোগ এর সূর্য ওঠার আগে গঙ্গায় স্নান করে আবার তারা বাড়ি ফিরবেন। শুধু পূরণের আশায় এভাবে পাবেন চালিয়ে গঙ্গাসাগরে পৌঁছালো ঠাকুর পরিবার, আসার পথে একাধিকবার বাফার জোনে তাকে থাকতে হয়েছে। সেখানটায় রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে অবশেষে গঙ্গাসাগরে পৌঁছায় ঠাকুর পরিবার। বছর পঞ্চাশের এই ব্যক্তি মনের জোরে তার বাবা-মাকে কথা দিয়েছিল। সেই কথা রাখতে স্ত্রীকে সঙ্গে নিয়ে এভাবে গঙ্গাসাগরে ছাড়া বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরে বেড়াবেন। ছয় সন্তানের মা পরিবারের জন্য সন্তানদের জন্য কপিল মুনির কাছে সুখ শান্তিতে থাকতে পারে সেই আবেদন জানাবে। তবেই ঠাকুর পরিবারের প্রথমে নয় এভাবে মা-বাবাকেও ভ্যানে চাপিয়ে নিয়ে এসেছিল গঙ্গাসাগরে। এবার নিয়ে দুবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct