রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: লরির ধাক্কায় মৃত এক কর্মরত অবস্থায় ফরাক্কা থানার হোম গার্ড। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানাযায় মৃত ওই হোম গার্ড নাম গৌতম সরকার (৩৯)। বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারলালপুর গ্রামে। সূত্রের খবর শনিবার ভোর রাতে পুলিশের হাইওয়ে গাড়িতে কর্মরত ছিল। ভোররাতে ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার একটি মৃত দেহকে স্কট করে নিয়ে সামশেরগঞ্জ থানা এলাকায় রেখে নিউ ফরাক্কা দিকে আসছিল। সেই সময় হোম গার্ড গৌতম সরকার হাইওয়ে গাড়ির চালকে বলে তার বাথরুম পেয়েছে। খোশালপুরের কাছে হাইওয়ে পুলিশ গাড়িটি দাঁড় করায়। খোশালপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে হোম গার্ড বাথরুম করতে যাচ্ছিল সেই সময় একটি মালদাগামী লরি অপর একটি লরিকে বাম দিক দিয়ে ওভারটেক করার সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হোম গার্ড গৌতম সরকারকে ধাক্কা মারে। ওই হোম গার্ড গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পরে। পুলিশ তাকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানা আইসি দেবব্রত চক্রবর্তী। ঘাতক লরিটিকে আটক করেছে ফরাক্কা থানা পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফরাক্কা থানা এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct