মোহাম্মদ সানাউল্লা,রামপুরহাট,আপনজন: শিক্ষাই জাতির মেরুদন্ড,তবুও শিক্ষাঙ্গন কেন বন্ধ!
এমনি প্রশ্ন তুলে অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে ,পর্যায়ক্রমে শিক্ষাঙ্গনে পঠন-পাঠন শুরুর দাবিতে মানব বন্ধন ও শহর জুড়ে ট্যাবলো পরিক্রমা এস আই ও’র।পঠন পাঠন শুরুর দাবিতে শনিবার দুপুরের দিকে রামপুরহাট শহরে মানব বন্ধন ও শহর বাসীকে সচেতন করতে একটি ট্যাবলো গাড়ীও শহর পরিক্রমা করলো ভারতের ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া’র বীরভূম জেলা শাখা।
সংগঠনের দাবী- ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে শীঘ্রই শিক্ষাঙ্গন চালু করতে হবে ।পানশালা যদি চালু থাকে তবে পাঠশালা কেন বন্ধ রাখা হচ্ছে ?কাদের স্বার্থে এই দ্বিচারিতা !গত দুই বছরে দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। শিক্ষাঙ্গন বন্ধ।শিক্ষা হীন শিশু-কিশোর ছাত্র-যুব মোবাইল ভিডিও গেম সহ বিভিন্ন ক্ষতিকর নেশায় আসক্ত। শিক্ষা দীক্ষা হীন জাতির সর্বস্তরে ভবিষ্যতে অন্ধকার নেমে আসবে। এটা দীর্ঘ সময় ধরে চলতে পারে না।বলে জানান এস আই ও’র বীরভূম জেলা সভাপতি আব্দুল খালিদ।
এদিন উপস্থিত ছিলেন হিউম্যান চেইন সংগঠনের সদস্য ও এস আই ও (স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া’র বীরভূম জেলা শাখার প্রাক্তন ও বর্তমান ছাত্র যুবরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct