সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: ফের হাতির আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া বেলিয়াতোড় ও সোনামুখীর বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের । প্রায় মাস দেড়েক পর আবারও মেদিনীপুর জঙ্গল থেকে বাঁকুড়ার জঙ্গলে আগমন ঘটেছে সাতটি বুনোহাতির একটি দল । বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে শনিবার জানতে পারা যায় , সোনামুখী রেঞ্জের করঞ্জমনি খয়রাশোল মৌজায় পাঁচটি , বেলিয়াতোড় রেঞ্জের রামচন্দ্রপুর মৌজায় একটি ও বড়জোড়া রেঞ্জের পাবয়া মৌজায় একটি বুনোহাতি রয়েছে । যদিও স্থানীয় বনদপ্তর অত্যন্ত সতর্ক রয়েছে। ২৪ ঘন্টা হাতিগুলির উপর কড়া নজর রাখা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি বাঁকুড়া উত্তর বন বিভাগের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে অযথা কেউ জঙ্গলে প্রবেশ না করে । গতবার হাতির তাণ্ডবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল কৃষকদেরকে । হাতি গুলিকে দ্রুত অন্যত্র প্রচেষ্টা চালাচ্ছেন বনদপ্তরের আধিকারিকরা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct