আপনজন ডেস্ক: সাবধানে থাকার পরও যদি প্রিয় পোশাকে কোনভাবে একটা রং বা দাগ লেগে যায় তাহলে মন খারাপ তো হবেই। তবে কিছু দাগ সহজেই বাড়িতে তুলে ফেলা যায়। কোনো কোনো দাগের জন্য শরনাপন্ন হতে হয় লন্ড্রির কাছে। দাগটি কী থেকে লেগেছে এবং কত তাড়াতাড়ি সেই দাগ তোলার প্রক্রিয়া শুরু করব, সেটার ওপর অনেক কিছুই নির্ভর করবে। তাই মন খারাপ না করে কিছু টিপস মাথায় রাখুন যা কাপড়ের রঙ বা দাগ তুলতে সাহায্য করে।
১. সাদা কাপড়ে থেকে দাগ তোলা অনেকটা সহজ৷ লিকুইড ব্লিচ ব্যবহার করে ধুয়ে ফেললেই দাগ উঠে যাবে। তবে রঙিন কাপড়ের ক্ষেত্রে কালার সেফ ব্লিচ ব্যবহার করতে হবে।
২. পোশাকে চা বা কফির দাগ লাগা একটা নিত্য ঘটনা। প্রতিদিন কয়েকবার চা কফি খাওয়ার অভ্যাস অনেকের আছে। তাই যেকোনো সময় বেখেয়ালে কাপড়ে পড়ে যেতে পারে। তাই চা বা কফির দাগ পোশাকে লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। তাহলে আর দাগ পড়বে না। তারপরও যদি দাগ না যায়, তাহলে বসে যাওয়া দাগে চিনি আর জলের পেস্ট কিছুক্ষণ লাগিয়ে রেখে দিতে হবে। তারপর সাবান জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এছাড়াও তুলার মধ্যে ভিনেগার বা খাবার সোডা নিয়ে দাগে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলতে হবে। দাগ হয়ে যাবে হাওয়া।
৩. খাওয়ার সময় তরকারির ঝোল পড়ে দাগ হতে পারে কাপড়ে। রান্না করার সময় অনেকের জামায় তেল ছিটকে দাগ হতে পারে। যখন খাবারের তেল জামায় ছিটকে আসবে, তখন সেই জায়গায় ট্যালকম পাউডার ছিটিয়ে সারা রাত রেখে দিতে হবে। পরের দিন সাবান দিয়ে কাপড়টি ধুয়ে ফেলতে হবে। এছাড়াও ভিনেগার দিয়ে মিনিট দশেক রেখে দিতে পারেন। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৪. অনেক সময়ই কাপড় পরিষ্কার করতে গিয়ে এক কাপড়ের রং অন্য কাপড়ে লেগে যায়। কাপড় থেকে যাতে অন্য কাপড়ে দাগ না লাগে, সে ক্ষেত্রে আপনাকে আগের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে রঙিন কাপড় ব্যবহারের আগে লবণ–জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কাপড়টিকে এরপর সাবান–জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে কাপড়ের রং আরও টেকসই হয় এবং এক কাপড়ের রং অন্য কাপড়ে লাগে না। তবে যদি দাগ লেগে যায় সেক্ষেত্রে কাপড়টিকে আলাদা করে ৪-৫ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। দাগ হালকা হয়ে এলে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। সুতি কাপড়ের ক্ষেত্রে কাপড় পরিষ্কার করা সোডা বা ক্লোরিন ব্যবহার করতে পারেন।
৫. রঙিন কাপড় থেকে দাগ তুলতে ভিনেগার ও মুলতানি মাটির পেস্ট দাগের ওপর লাগিয়ে রাখুন। পেস্টটি শুকিয়ে যাওয়ার পর ভেজা কাপড় দিয়ে দাগের ওপর ঘষুন। সাবান জল দিয়ে ধুয়ে ফেললে দাগ উঠে যাবে।
মনে রাখবেন দাগ লাগা কাপড় কখনো গরম জলে ভিজিয়ে রাখবেন না। এতে দাগ আরো ভালোভাবে বসে যায়। দাগ লাগার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct