আপনজন ডেস্ক: আমরা প্রত্যেকেই যা উপার্জন করি তার কিছুটা সঞ্চয় করার চেষ্টা করে থাকি। ফলে মাস কিভাবে শুরু করবো তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই মাসের শুরুতে এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের পরবর্তীতে বিপদে ফেলে দেয়। অর্থাৎ বাকি মাস অভাবে কাটাতে হয়। শুধু তাই নয় চিন্তায় থাকতে হয় যে, মাসের বাকি দিন গুলি কিভাবে কাটবে। তাই এই পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই পরিকল্পনা করা জরুরি। মাসের শুরুতেই কোন খাতে কত খরচ করবেন তার একটা খসড়া হিসাব করে ফেলুন। তাহলে দেখবেন মাস শেষে সহজে সব কাজ গুছিয়ে আনতে পারবেন।
চলুন তবে জেনে নেয়া যাক যা মাসের শুরুতেই করা উচিত-
১. সর্বপ্রথম একটি পরিকল্পনা করতে হবে। প্রতিদিনের কাজের একটা রুটিন ঠিক করে ফেলতে হবে। তারফলে আপনার সবকিছু গুছিয়ে করা সহজ হবে।
২. আপনাকে যদি নিজের খরচ নিজেরই চালাতে হয় তবে মাসের প্রথমে তার একটা হিসাব করে ফেলুন।
৩. আপনার আয় যেমন তেমন বুঝেই হিসেবে গুলো করুন। মনে রাখতে হবে আয়ের চেয়ে ব্যয় যেনো বেশি না হয়।
৪. মাস শুরুর প্রথম সপ্তাহেই আপনরার ঘরের বেডশিটসহ সবকিছু পরিষ্কার করে ফেলুন।
৫. চলতি মাসে আপনার যে যে কাজ আছে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা আছে সে তারিখগুলো ক্যালেন্ডারে মার্ক করে ফেলুন।