আপনজন ডেস্ক: টোঙ্গায় সমুদ্রে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতন শুরু হয়েছে। যার ফলে দেশটিতে জারি সুনামির সতর্কতা করা হয়েছে।এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে একটি নতুন দ্বীপ সৃষ্টি হয়েছে।গত মাসে এ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতন শুরু হয়েছে। অগ্ন্যুৎপাতের সঙ্গে বিপুল পরিমাণে পাথর ও ঘন ছাই নির্গত হচ্ছে। এতে আশপাশের গাছপালা মারা যাচ্ছে।
শনিবার এক প্রতিবেদনে টোঙ্গার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্নুৎপাতের প্রভাবে সাগরে বিপজ্জনক রকমের বড় বড় ঢেউ দেখা দিয়েছে। দেশটির ভূমি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দুটি জ্বালামুখ দিয়ে এই অগ্ন্যুৎপাত হচ্ছে। একটি জ্বালামুখ জনবসতিহীন হাঙ্গা হাপাই দ্বীপে। অন্যটি উপকূল থেকে ১০০ মিটার দূরে জলের নিচে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার একটি নৌকায় করে বিশেষজ্ঞরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পরিদর্শন করতে যান। অগ্ন্যুৎপাতে ভূমিরূপে পরিবর্তন এসে নতুন একটি দ্বীপ সৃষ্টি হয়েছে বলে তারা নিশ্চিত করেন। নতুন এই দ্বীপটি এক কিলোমিটারেরও বেশি প্রশস্থ। লম্বায় দুই কিলোমিটার ও উচ্চতা ১০০ মিটার।
আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। রাজধানী নুকুয়ালোফায় গত প্রায় দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়ছে আগ্নেয়গিরির ছাই।রাজধানীসহ টোঙ্গাজুড়েই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। দেশটির পুলিশ বাহিনী ইতোমধ্যেই রাজধানীবাসীদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct