নাজিম আক্তার,রতুয়া,আপনজন: বাইকে করে ডাক্তারখানা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর।গুরুতর আহত বাইক চালকও।ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল তিনটা নাগাদ রতুয়া-১ নং ব্লকের রতুয়া ফুটবল স্টেডিয়ামের কাছে ১০৩ নং জাতীয় সড়কে।নিহত হয়েছেন দুই বোন সাবিনা খাতুন (১৮) ও রোসনারা খাতুন (১২) এবং আহত হয়েছেন বাইক চালক মুজাফফর হোসেন (১৮)। তাদের বাড়ি রতুয়া গ্রাম পঞ্চায়েতের কাঞ্চননগর কার্বনা এলাকায়।ঘটনার পর থেকে লরি চালক পলাতক বলে খবর।আত্মঘাতী লরিটিকে আটক করে থানায় নিয়ে আসে রতুয়া থানার পুলিশ।তাদের অকাল মৃত্যু পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এদিন মুজাফফর হোসেন বাইকে করে দুই বোনকে ডাক্তার দেখাতে রতুয়া থেকে ভালুকা বাজারে যাচছিল। এমন সময় ভালুকাগামী একটি লরি বাইকটির পেছনে ধাক্কা মারলে তারা মাঝ রাস্তায় পড়ে যায়। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই বোনের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বোনের।
স্থানীয়রা বাইক চালককে গুরুতর আহত অবস্থায় রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন।
রতুয়া থানার আইসি সুবির কর্মকার জানান নিহত দেহ দুটিকে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।ঘাতক লরিটিকে আটক করা হয়েছে এবং চাঁলকের খোঁজ চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct