এহসানুল হক,বসিরহাট,আপনজন: করোনার তৃতীয় ঢেউয়ে মারাত্মক প্রভাব পড়েছে গোটা দেশে। মানুষ মানুষের জন্য। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন একাধিক মানুষ। এবার বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জির উদ্যোগে চারটি অক্সিজেন কনসেন্ট্রেটর শুক্রবার বসিরহাট জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিয়া শীলের হাতে তুলে দেওয়া হল। এদিন বিধায়ক সপ্তসী ব্যানার্জি বলেন , এই সময়ে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সর্বোচ্চ সহায়তা প্রয়োজন। আমরা জানি এই মুহূর্তের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। তাই আমি বসিরহাট জেলা হাসপাতালে মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। এদিন অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিয়া শীল বলেন, তৃতীয় ঢেউয়ে মানুষ আক্রান্ত হচ্ছে বেশি, অক্সিজেনের ব্যবস্থা করা প্রয়োজন সেই ভেবে বিধায়কের তহবিল থেকে আজ চারটি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হল যাতে বসিরহাটের মানুষ করোনা আক্রান্ত হলে উপকৃত হয়।এদিন উপস্থিত ছিলেন বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ঘোষ,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী ছাড়া বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct