অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: বাংলা শস্য বীমা যোজনায় দক্ষিণ দিনাজপুর জেলায় গতবছরের আবেদন সংখ্যাকে ছাড়ালো এবছরের আবেদন সংখ্যা। পাশাপাশি কৃষকদের কথা ভেবে বাড়ানো হবে শস্য বীমার আবেদনের দিন। স্বভাবতই এর ফলে উপকৃত হবেন কৃষকেরা। জেলা কৃষি দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। জানা গিয়েছে, বিগত এক মাসে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বাংলা শস্য বীমা যোজনাযর জন্য প্রায় এক লাখ কৃষক আবেদন করেছেন। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি।পাশাপাশি আবেদনের দিন বাড়ানোর ফলে এক লক্ষ আবেদন কেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, চাষীদের রোজগার বা আয় করার মূল উৎস কৃষিকাজ। যদি ওই কৃষকরা চাষ বাস করার পর প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যায় তাহলে স্বভাবতই বন্ধ হয়ে যায় তাদের রোজগারের পথ। পাশাপাশি, অনেক চাষি আছেন ফসল নষ্ট কারণে ব্যাংকের লোন শোধ করতে পারেন না এবং অনেক চাষি রয়েছেন এর ফলে একদম ভেঙে পড়েন বা আত্মহত্যার পথ বেছে নেন। সেই সমস্ত বিষয়গুলির কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ফসল রক্ষা করার জন্য বীমা আবাস যোজনা নিয়ে এসেছেন যার নাম ‘বাংলা শস্য বীমা যোজনা’।
এবিষয়ে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডঃ পার্থ মুখার্জী জানান, আমাদের জেলায় প্রায় এক লাখ এর কাছাকাছি আবেদন জমা পড়েছে ‘বাংলা শস্য বীমা যোজনায়’। গত এক মাস ধরেই শস্য বীমা যোজনা প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct