আপনজন ডেস্ক: আগামী মাসেই ৩৭ পূর্ণ করবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। খেলার কিছু দিকে বয়সের ছাপটা টের পাওয়া গেলেও গোল করায় এখনো আগের মতোই ভয়ংকর। এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর এরই মধ্যে ১৪ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে রোনাল্ডোর গোলই ইউনাইটেডকে গ্রুপ পর্ব পার করে শেষ ষোলোতে এনেছে। লিগেও পর্তুগিজ ফরোয়ার্ডের গোল দলকে ১৩ পয়েন্ট এনে দিয়েছে এ পর্যন্ত।
বয়স যা–ই হোক, এমন ফর্মে থাকা এক ফুটবলার তাই অবসরের চিন্তা মাথায় আনেন না। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাই খেলা চালিয়ে যেতে চান আরও বহু দিন। নির্দিষ্ট করে বললে ৪২ বছর বয়স পর্যন্ত ক্যারিয়ার টানতে চান সর্বকালের সেরাদের একজন। ইএসপিএন ব্রাজিলের কাছে সাক্ষাৎকার দিয়েছেন রোনাল্ডো। দুই দশক পেশাদার ফুটবলে কাটিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে দীর্ঘস্থায়িত্ব শীর্ষস্থানের ফুটবলে ভালো করা চালিয়ে যাওয়া যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে আমার ক্ষেত্রে, সেটা দেখাতে পেরে আমি খুবই খুশি। শারীরিক দিক থেকে নিজেকে ৩০ বছরের মনে হয় আমার। আমি নিজের শরীর ও মনের খুব যত্ন নিই। ৩৩ বছরে এসে শিখেছি, আপনি চাইলে আপনার শরীর সেটিতে সায় দেবে, কিন্তু মূল যুদ্ধটা মনের সঙ্গে।’
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গিয়েছিলেন রোনাল্ডো। সে সময় ৩৪ বছর বয়সী রোনাল্ডোর ফিটনেস দেখে মুগ্ধ হয়েছিল জুভেন্টাসের চিকিৎসক দল।
তাদের মনে হয়েছিল, রোনাল্ডোর ফিটনেস বিশের ঘরে থাকা ফুটবলারের মতো। ফিটনেস সচেতন বলেই এখনো শীর্ষ পর্যায়ে নিজের সেরাটা দিতে পারেন রোনাল্ডো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct