রহমতুল্লাহ,সাগরদিঘী,আপনজন: পথ চলতি মানুষকে সচেতন করতে এবার পথে নামল জঙ্গিপুর জেলা পুলিশের অন্তর্গত সাগরদিঘী থানার পুলিশ। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকার সবজি বাজারে মানুষদের সচেতন করতে জঙ্গিপুর পুলিশ জেলা তথা সাগরদিঘী থানার পুলিশ পথে নামলো। কারণ করোনার প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষ তাদের স্বজনদের হারিয়েছেন, ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ মহামারি আকার ধারণ করেছে.। সেই কথা ভেবেই সাগরদিঘী থানার পুলিশ সমস্ত মানুষকে ব্যবসায়ীদের টোটো চালক, অটো চালক, বাসচালক, সকলকে মাস্ক পড়ার কথা বলেন এবং যারা রীতিমতো হাট বাজার করতে আসছে, তাদেরকে ১ সপ্তাহের বাজার একদিনে করে নেওয়ার আহ্বান জানান, এবং সকলকে মাস্ক, স্যানিটাইজার, ব্যবহার করতে বলেন ও বার বার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য বলেন, পাসপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয় সাগরদিঘী থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct