আপনজন ডেস্ক: ইরান, ভেনিজুয়েলা ও সুদানসহ আটটি দেশ তাদের বকেয়া অর্থ পরিশোধ না করায় রাষ্ট্রসংঘের ভোটাধিকার হারিয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, মোট ১১টি দেশ তাদের চাঁদা পরিশোধের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এবং রাষ্ট্রসংঘের ভোটাধিকার হারিয়েছে।
রাষ্ট্রসংঘ সনদ অনুযায়ী, কোন সদস্য দেশ তাদেও-র বকেয়ার সমান বা বাকির মাত্রা অতিক্রম করলে দেশটির ভোটাধিকার স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে তাদেরকে আগের দুই বছরের বেশি সময়ের অর্থ পরিশোধ করতে হবে। তিনি বলেন, তাদের ভোটাধিকার ফেরত পেতে প্রত্যেক দেশকে অবশ্যই সর্বনিম্ন অর্থ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে, ইরানকে এক কোটি ৮০ লাখ, সুদানকে প্রায় তিন লাখ ও ভেনিজুয়েলাকে চার কোটি ডলার পরিশোধ করতে হবে। বর্তমানে ভোটাধিকার হারানো আটটি দেশের নামের তালিকায় ইরান, সুদান, ভেনিজুয়েলা, অ্যান্টিগুয়া, বারবুদা, কঙ্গো, গিনি ও পপুয়া নিউগিনি রয়েছে। গত বছরও বকেয়া পরিশোধ না করায় ইরান তাদের ভোটাধিকার হারায়। তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তারা কোন অর্থ, এমনকি সর্বনিম্ন অর্থও পরিশোধ করবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct