সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: নীল আকাশে উড়ে বেড়ানো রঙিন স্বপ্নগুলো এক নিমেষে ধ্বংস করে দিয়েছে নোবেল করোনাভাইরাস । এই ভাইরাসের কবলে পড়ে আজ গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে রুটি রোজগার কর্মসংস্থানে ভাটা পড়েছে । করোনা আবহে বন্ধ পর্যটন কেন্দ্র গুলিও । ফলে চরম সমস্যায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ । এই অবস্থায় কোন বাড়তি সুদের বোঝা না চাপিয়ে আপাতত ই.এম.আই স্থগিত , কর্মচারীদের আর্থিক সাহায্য প্রদান , ৫০ শতাংশ ছাড় দিয়ে পর্যটন কেন্দ্র খোলা , ‘ নাইট কার্ফু ‘ থেকে ট্যুরিস্ট বাসকে অব্যাহতি দেওয়া সহ ৬ দফা দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হল বাঁকুড়া ডিস্ট্রিক্ট ট্যুরিস্ট বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান। বৃহস্পতিবার ‘ পর্যটন বাঁচাও ‘ লেখা ফেস্টুন নিয়ে জেলাশাসকের দপ্তরের বাইরে মিছিল করে ঐ সংগঠনের সদস্যরা । পরে এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে তাঁদের দাবিপত্র তুলে দেন । এখন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কবে তারা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন সেই আশাতেই দিন গুনছেন তারা। বাঁকুড়া ডিস্ট্রিক্ট ট্যুরিস্ট বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে বলা হয়েছে , বর্তমান কোভিড আবহে পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। এই শিল্পের সঙ্গে যুক্ত আরো অনেকের সাথে সমস্যায় ট্যুরিস্ট বাস মালিকরাও। চলতি বছরে ‘ ভাড়া ‘না থাকায় রোড ট্যাক্স, ই.এম.আই , কর্মচারীদের বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া উপায় নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct