মনিরুজ্জামান,দেগঙ্গা,আপনজন: স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১২ জানুয়ারি রাজ্যব্যাপী বিবেক চেতনা উৎসব পালিত হল। এরই অঙ্গ হিসাবে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে দেগঙ্গা সমষ্টি যুবকরণ এবং দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হল বিবেক চেতনা উৎসব ২০২২।এদিন অনুষ্ঠান শুরুর আগে বিবেকানন্দের ছবিসহ ট্যাবলো নিয়ে গুড়িগুড়ি বৃষ্টি মাথায় এক পদযাত্রা এলাকা পরিক্রমা করে।এই পদযাত্রা থেকে পথচলতি মানুষকে মাস্ক বিতরণ করা হয়। সচেতন করা হয় করোনা সম্পর্কে।
এই পদযাত্রার পরে পঞ্চায়েত সমিতির উত্তোরণ হলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবন আলেখ্য নিয়ে আলোচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি,দেগঙ্গার বি ডি ও সুব্রত মল্লিক,জেলা পরিষদ সদস্যা ঊষা দাস,দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অসিত মন্ডল, খাদ্য কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ, দেগঙ্গা ব্লক যুবকল্যাণ আধিকারিক গৌরসুন্দর শিকদার,বেড়াচাঁপা -২ পঞ্চায়েতের প্রধান শম্পা কাহার,ফিরোজ সাহাজি, আব্দুল রউফ খাঁ সহ আরও অনেকে।ছিল স্কুলের ছাত্রছাত্রীরা। এ কে এম ফারহাদ বলেন, স্বামীজী দরিদ্র এবং ধনীদের মধ্যে কোনও ভেদাভেদ করেননি। তিনি দরিদ্র এবং ধনীদের মধ্যে সমানাধিকারের কথা বলেছেন। তাঁর চিন্তাভাবনা, তাঁর সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। মফিদুল হক সাহাজি বলেন, বিবেকানন্দ হলেন একজন যুগপুরুষ। তাঁর ভাবধারা আমাদের চলার পথকে আরও সমৃদ্ধ করে।
সরকারি নিয়ম মোতাবেক সামাজিক দূরত্ব বিধি মেনেই সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct