আপনজন ডেস্ক: অনেকেই হয়তো ভুলে যেতে পারেন। তবে ভোলেননি অন্ধ্রপ্রদেশের দুই বাসিন্দা। কয়েক ঠোঙা বাদামের ঋণ পরিশোধ করতে ১১ বছর পর বিদেশ থেকে উড়ে এসেছেন তারা। প্রায় ১১ বছর আগে ছেলেমেয়ের জন্য কয়েক ঠোঙা বাদাম কিনেছিলেন অন্ধ্রপ্রদেশের এক বাসিন্দা। সে সময় দাম মেটাতে পারেননি তিনি। তবে কথা দিয়েছিলেন, পরে সে ঋণশোধ করবেন। এত বছর পর ঐ ব্যক্তির হয়ে কথা রেখেছেন তার ছেলেমেয়ে। বাবার ১১ বছর আগেকার ঋণশোধ করতে আমেরিকা থেকে দেশে ফিরে এসেছেন তারা। ঘটনার কথা ছড়িয়ে পড়লে অনেকেরই চোখ কপালে। সংবাদমাধ্যমের কাছে গোটা বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ২১ বছরের নেমানি প্রণব এবং তার ছোট বোন সুচিতা। ২০১০ সালের কথা। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাঁকিনাড়া শহরে ইউ কোথাপল্লির সমুদ্রতটে মা-বাবার হাত ধরে বেড়াতে গিয়েছিলেন ছোট্ট প্রণব এবং সুচিতা। সে সময় প্রণবের বয়স ছিল মাত্র ১০। সমুদ্রের ধারে বেড়াতে বেড়াতে সেখানকার এক ফেরিওয়ালার কাছ থেকে কয়েক ঠোঙা বাদাম কিনেছিলেন তাদের বাবা মোহন। দাম দিয়ে গিয়ে মোহন দেখেন নিজের মানিব্যাগই বাড়িতে ফেলে এসেছেন। তখন বাচ্চাদের দিকে তাকিয়ে ফেরিওয়ালা আশ্বস্ত করে বলেন, বাদামের দাম পরে দিলেও হবে। ফেরিওয়ালার কথা শুনে বাদাম নিয়ে বাড়ি ফিরেছিলেন মোহন। তবে ফেরার আগে ক্যামেরায় ঐ ফেরিওয়ালার ছবি তুলে নিয়ে এসেছিলেন তিনি। জেনে নিয়েছিলেন তার নাম, গিনজলা পেড্ডা সত্যাইয়া। কথা দিয়েছিলেন, পরে কোনো এক দিন বাদামের দাম মিটিয়ে দেবেন। বেশ কয়েক বছর খোঁজাখুঁজির পর অবশেষে ভার্চুয়াল দুনিয়ায় সত্যাইয়ার ছবি দেখে তার গ্রামের লোকজন গোবিন্দরাজুলুর সঙ্গে যোগাযোগ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct