রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: ভাইরাস ও ওমিক্রন ঠেকাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ বাজারে সপ্তাহে একদিন করে দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিল ফরাক্কার ব্লক প্রশাসন ও ফরাক্কা ব্যারেজের পুরোনো বাজার কমিটির তরফ থেকে। অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য দফতর সূত্রের খবর ফরাক্কা ব্লকে মোট ৩৯ জন করোনা ভাইরাসের আক্রান্ত। তাই বারবার স্বাস্থ্য দপ্তরের ও ফরাক্কার প্রশাসনের তরফ থেকে সতর্কতা বার্তা এবং মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি ফরাক্কার প্রশাসন এবং ফরাক্কা ব্যারেজ বাজার কমিটির তরফ থেকে সপ্তাহে একদিন করে ফরাক্কা ব্যারেজ পুরোনো বাজারের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বন্ধ থাকবে ফরাক্কা ব্যারেজের পুরোনো বাজারে সমস্ত দোকান। শুধু খোলা থাকবে সবজি বাজার ও মাছ বাজার। মঙ্গলবার মাছ বাজার এবং সবজি বাজার বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা দোকান সব সময় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই ফরাক্কা থানা পুলিশ প্রশাসন এবং ফরাক্কা ব্যারেজের বাজার কমিটির তরফ থেকে মাইকিং করে এমনটাই বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct