আজিজুর রহমান,গলসি,আপনজন: এলাকার মানুষকে চিকিৎসা পরিসেবা দিতে দুটি মোবাইল নম্বর চালু করলো পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রাজ্য সরকারের নির্দেশ মেনে ওই কর্মসূচিটি নিয়েছেন হাসপাতালের বিএমওএইচ ফারুক হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালের কতব্যরত ডাক্তারদের কাছে থাকবে ওই মোবাইল নম্বর দুটি। যাতে এলাকার মানুষ সর্ব সময় ফোনে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা পাবেন।
পূর্বের মতোই স্বাস্থ্য কেন্দ্রে স্বশরীরে উপস্থিত থেকেও পরিসেবা দেবেন ডাক্তারেরা। করোনা আক্রান্ত রোগী থেকে সাধারণ চিকিৎসা সবই পাবে এক ফোনে। পাশাপাশি রোগীরা প্রয়োজনীয় কিছু ওষুধ পত্র পেয়ে যাবেন বাড়ির কাছাকাছি উপস্বাস্থ্য কেন্দ্র গুলিতে। পুরসা সাস্থকেন্দ্র থেকেও ওষুধ পেয়ে যাবেন। তিনি আরো বলেন, করোনা আবহে সাধারণ মানুষকে চিকিৎসা পরিসেবা দিতে এমন উদ্দ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাছাড়া ভীত ও আতঙ্কিত মানুষ যাতে বাড়িতে বসে বিনামূল্যে সঠিক চিকিৎসা পায় তার জন্যই তারা বর্তমান করোনার সময় ওই পরিসেবা দিয়ে যাবেন। হাসপাতালে চিকিৎসায় আসা রোগীর আত্মিয় সেখ মনিরুদ্দিন বলেন, হাসপাতালের এমন উদ্দ্যোগে উপকৃত হবে এলাকার মানুষ। করোনার তৃতীয় ঢেউয়ের জন্য বেশ ভয়ের পরিবেশ তৈরী হয়েছে। সেটা মোকাবিলা করতে এই উদ্দ্যোগ খুবই প্রসংসার যোগ্য। মানুষ ভয়ে ভুলভাল ওষুধ না খেয়ে ফোনেও চিকিৎসা পরিসেবা নিতে পারবেন। এমন কাজের জন্য হাসপাতাল ও সরকারকে ধন্যবাদ জানই। মানকর থেকে হাসপাতালে আগত চন্দনা মন্ডল অজিত মন্ডল বলেন, বেশ দুর থেকে আমরা এখানে চিকিৎসা নিতে এসেছি। সংক্রামনের ভয়ে টোটো ভাড়া করে এসেছি। এখন শুনলাম ফোনেও চিকিৎসা পাওয়া যাবে। এতে খুবই উপকার হবে আমাদের। একদিন ভাড়া বাঁচবে অন্যদিকে আতঙ্ক থেকে নিরাপদ থাকতে পারবো। তাছাড়া এই উদ্দ্যোগের জন্য করোনা সংক্রমণের হার অনেকটাই কমবে বলে মনে করেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct