আপনজন ডেস্ক: সারা দুনিয়াকে টেক্কা দিয়ে কূত্তিম সূর্য তৈরি করল চীন। তাদের তৈরি কৃত্রিম সূর্য ৭ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করতে সক্ষম হয়েছে। যা আসল সূর্যের পাঁচ গুণের কাছাকাছি। এই তাপ প্রায় ১৮ মিনিট পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছে কৃত্রিম সূর্যটি। সাম্প্রতিক এক পরীক্ষায় এ ফল পেয়েছে চীনা বিজ্ঞানীরা। তারা বলছেন, কৃত্রিম সূর্যের নিউক্লিয়ার ফিউশন বা কেন্দ্রকীয় সংযোজন প্রক্রিয়া কাজে লাগিয়ে পরিবেশবান্ধব বিপুল শক্তি উৎপন্ন করা সম্ভব হবে। একাধিক হালকা নিউক্লিয়াই সংযোজিত হয়ে তুলনামূলক ভারী নিউক্লিয়াস গঠিত হয়। একই সঙ্গে এ প্রক্রিয়ায় সৃষ্টি হয় বিপুল শক্তি। চীনের আনহুই প্রদেশের হফেই শহরের ‘এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টকামাক (ইএএসটি)’ নামের নিউক্লীয় ফিউশন চুল্লিতে চলছে পরীক্ষা-নিরীক্ষা। এটি হফেই ইনস্টিটিউট অব ফিজিক্যাল সায়েন্সের অংশ। চুল্লিটির ধারণ ক্ষমতার আরো বাড়ানোর চেষ্টা করছেন গবেষকরা। এই গবেষণাগারকে আসল সূর্যের নিউক্লীয় ফিউশনের প্রক্রিয়া অনুকরণ করা হয়। তাই তাকে কৃত্রিম সূর্য বলা হয়। এ বিক্রিয়ায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন ও ডিউটেরিয়াম গ্যাস। এ কৃত্রিম সূর্য তৈরির মূল উদ্দেশ্য জ্বালানি চাহিদার পরিবেশবান্ধব উৎস তৈরি করা। সমুদ্রের এক লিটার জল থেকে যে পরিমাণ ডিউটেরিয়াম গ্যাস পাওয়া যাবে, তা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে পাওয়া শক্তি ৩০০ লিটার গ্যাসোলিন পুড়িয়ে পাওয়া শক্তির সমান। এতে প্রচুর পরিমাণ ডিউটেরিয়াম আহরণ সম্ভব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct