আপনজন ডেস্ক: কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আলিখান ইসমাইলোভ। মঙ্গলবার তাকে এই পদে মনোনয়ন দেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। এরপরই দ্রুত ওই মনোনয়নের পক্ষে ভোট দেয় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বিক্ষোভ শুরু হলে মন্ত্রিসভা বাতিল করেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। ওই মন্ত্রিসভার প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন ৪৯ বছরের আলিখান ইসমাইলোভ। বিক্ষোভের জেরে নয় হাজার নয়শ’ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে কাজাখ নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। ৯ জানুয়ারি রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে। এদিকে কাজাখস্তানে কোনও বিপ্লব বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে রুশ নেতৃত্বাধীন জোটের সেনা মোতায়েনের উদ্দেশ্য নিয়েও কথা বলেছেন তিনি। জানিয়েছেন, কাজাখস্তানে মস্কোর নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোটের উপস্থিতি সাময়িক। দেশটিতে এই জোটের হস্তক্ষেপ আসলে একটি বার্তা। আর সেই বার্তা হচ্ছে এই অঞ্চলের কোনও সরকারকে দুর্বল হতে দেওয়া হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct