রহমতুল্লাহ,বেলডাঙ্গা,আপনজন: বেলডাঙ্গার ছেলে শাহাবুদ্দিন সেখ সমাজ কল্যাণমূলক কাজের জন্য ইন্ডিয়া বুক রেকর্ড, ২০২০ এ স্থান করে নিলেন। সমাজ সেবা যার নেশা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছেলে শাহাবুদ্দিন সেখ পারিবারিক অবস্থা যথেষ্ট স্বচ্ছল না থাকায় ছোট বেলায় স্কুলের খরচ চালানোর জন্য ক্যাটারারেরও কাজ করতেন। শাহাবুদ্দিন সেখ জানান, তার সমাজ সেবার প্রথম ধাপ অনুষ্ঠান বাড়িতে কোন ভিক্ষুক বা কোনো অসহায় ব্যক্তি আসলে আমরা সবাই তাড়িয়ে দিতে থাকি কিন্তু ওই উক্ত অনুষ্ঠানের বেঁচে থাকা খাবার ফেলে দেই। এগুলো না ফেলে দিয়ে আমরা সংগ্রহ করে নিয়ে গিয়ে বিভিন্ন অসহায় মানুষের মুখে তুলে দিতাম। পরবর্তী সময়ে ২০১৭ সাল থেকে বিভিন্ন ভাবে সক্রিয় ভূমিকা পালন করে গ্রামের ছেলে শাহাবুদ্দিন সেখ ফুটপাথে অসহায়দের খাবার খাওয়ানো, নতুন ও পুরোনো পোষাক দেওয়া, কেউ অসুস্থ হলে হসপিটাল নিয়ে যাওয়া এই রকম বিভিন্ন সমাজ সমাজের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।
পরবর্তীতে দেখল যে অনেক সমস্যার মধ্যে একটি হল মুমূর্ষু রোগীকে রক্তদান কোনো কিছুই না ভেবে নিজে রক্তদান ও অন্যকে রক্তদান যেন নেশায় পরিনত করা এবং সময়ে সময়ে রক্তদান না করলে যেন তার ঘুমই আসেনা,তবে এ সমস্ত কাজের প্রতি বাড়ির সকলেই তার সর্বদা পাশে থেকেছে।
শাহাবুদ্দিন আরো বলেন, বর্তমানে যুবক সমাজ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বিশেষত- রক্ত দান, তাই আগের তুলনায় কম কাজ করতে হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct