সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: রাজ্য সরকারের ঘোষিত ট্যাবের টাকা প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রীরা পেলেও “ পমাইপুর হাই মাদ্রাসার “ ছাত্র ছাত্রীরা এখন পর্যন্ত ট্যাবের টাকা না পাওয়ায় স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ।
পড়ুয়াদের দাবি ট্যাবের টকার ব্যাপারে শিক্ষকদের বার বার জানানো হলেও কোনো আশ্বাস মেলেনি তাদের । অতঃপর কিছু ছাত্র মিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাথে নিয়ে কোলকাতা হেড অফিসে যাই , অতঃপর তারা জনতে পারে তাদের নাম নাকি বাংলার শিক্ষা পোর্টালে এখনও একাদশ ক্লাসেই রয়ে গেছে যার ফলে তাদের টাকা ঢোকেনি। পড়ুয়অদের আরও বক্তব্য,
অতঃপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাদের আশ্বাস দেন, কিছু দিনের মধ্যেই জানুয়ারির ১০ তারিখের আগেই ঢুকে যাবে ট্যাবের টাকা । কিন্তু ১০ তারিখ পার হয়ে গেলো কোনো টাকা না ঢোকায় পড়ুয়ারা স্কুলের গেটে তালা মেরে , এবং প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরে তালা মেরে বিক্ষোভ দেখতে থাকে । পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, আমি বার বার এস এই অফিসে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি তারা আমাকে জানাচ্ছেন আমার স্কুলের ছেলেদের লিস্ট টা নাকি প্রসেসিং এ আছে ।
“তিনি আরও জানান আমরা প্রসেসিং এর শিকার “ প্রসেসিংয়ের নামে আমাদের বোকা বানানো হচ্ছে । তবে আমি চেষ্টা করব যতটা সম্বভ পড়ুয়াদের ট্যাবের টাকা পেয়ে দেওয়ার ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct