আপনজন ডেস্ক: একটি শহরের বাসিন্দারা আবার ঘরবন্দী হয়ে পড়েছেন। চীনের মধ্যাঞ্চলে লকডাউন–সংক্রান্ত বিধিনিষেধ জারি হওয়ার পর ঘরে আটকা পড়েছেন তাঁরা। করোনার অতি সংক্রামক নতুন ধরন অমিক্রনের বিস্তার ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। আগামী মাস থেকে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরু হবে। তাই করোনার নতুন করে প্রাদুর্ভাব ছড়ানো ঠেকাতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে কর্তৃপক্ষ আবারও এই বিধিনিষেধ দিয়েছে। ‘জিরো কোভিড' নীতির আওতায় নির্দিষ্ট এলাকায় লকডাউন, সীমান্তে বিধিনিষেধ ও দীর্ঘকালীন কোয়ারেন্টিন চালু করছে চীনা কর্তৃপক্ষ। চীনের নেওয়া এসব পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোর তুলনায় করোনার হটস্পটগুলোয় করোনা শনাক্তের সংখ্যাটা অনেক কম রয়েছে। তবে বেইজিং পড়েছে অন্য বিপদে। বর্তমানে দেশটির একাধিক শহরে স্থানীয়ভাবে সংক্রমণ বৃদ্ধির কারণে দিন দিন এ নিয়ে উদ্বেগ বাড়ছেই। মঙ্গলবার থেকে লকডাউন জারি হয়েছে চীনের হেনান প্রদেশের শহর আনিইয়াংয়ে। শহরটিতে দুজন করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত শনাক্ত হওয়ার পর স্থানীয়ভাবে সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ৪০০ কিলোমিটার দূরের তিয়ানজিন শহর থেকে আনিইয়াংয়ে করোনার এই সংক্রমণ ছড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct