আপনজন ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। সোমবার নিউইয়র্ক থেকে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা ৭২ বছর বয়সী ওই অভিযুক্তকে আটক করে। ডোনাল্ড ট্রাম্পকে অপহরণ ও হত্যার হুমকি দিয়ে সিক্রেট সার্ভিসে একাধিকবার অভিযুক্ত ওই বৃদ্ধ ফোন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আটক করা ৭২ বছর বয়সী ওই বৃদ্ধের নাম থমাস ওয়েলনিস্কি। নিউইয়র্কের ব্রুকলিনের প্রসিকিউটিররা জানিয়েছেন, আটককৃত ওই বৃদ্ধ জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে ট্রাম্পকে অপহরণ, শারীরিকভাবে ক্ষতি সাধন এবং হত্যার হুমকি দিয়েছিলেন। থমাস ওয়েলনিস্কির বিরুদ্ধে আরও একটি অভিযোগ রয়েছে, ২০২০ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের পুলিশকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সামনে প্রেসিডেন্ট নির্বাচনে যদি ট্রাম্প পরাজিত হন এবং ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান, তাহলে তিনি অস্ত্র সংগ্রহ করবেন এবং ট্রাম্পকে হত্যা করবেন। ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে গত বছরের জানুয়ারিতে নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত সিক্রেট সার্ভিসের অফিসে দুটি ভয়েস ম্যাসেজ পাঠিয়েছিলেন থমাস ওয়েলনিস্কি। এসব মৌখিক বার্তায় তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ১২জন অজ্ঞাত কংগ্রেস সদস্যকে তিনি হত্যার হুমকি দিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct