মোল্লা মুয়াজ ইসলাম,রায়না,আপনজন: পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শ্যামসুন্দর পঞ্চায়েত সংলগ্ন হাট স্থানান্তরিত করে শ্যামসুন্দর বিডিও অফিস সংলগ্ন খেলার মাঠে করা হল। করোনা পরিস্থিতির কারণে বিস্তৃত জায়গার মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কোনো সমস্যা না হয় তার জন্যই প্রশাসনের এই উদ্যোগ। তবে করোনা পরিস্থিতির যে ভাবে দিনের পর দিন ঊর্ধ্বমুখী তাতে অবশ্য বেশ কিছু অসচেতন মানুষের হেলদোল নেই। হাটে আগত অনেক ক্রেতা বিক্রেতার মুখেই নেই মাস্ক। পুলিশ প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা প্রত্যেককেই হাটে বাজারে ঘুরে ঘুরে বহুবার মানুষকে সচেতন করেছেন। জেলা সভাধিপতি তথা রায়নার বিধায়িকা, বিডিও, এসডিও, এসডিপিও, ওসি সহ প্রশাসনিক আধিকারিকরা বাজারে এসে একটি প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করেছিলেন। কিন্তু তাতেও কিছু মানুষের মধ্যে সচেতনতা অভাব রয়ে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct