আপনজন ডেস্ক : দুয়ারে ভোট। আর তার আগেই উইকেট পতন। যোগীর মন্ত্রী বিজেপি ছেড়ে চাপলেন অখিলেশের সাইকেলে। উত্তর প্রদেশে ফেব্রুয়ারিতে বিধানসভা ভোট। রাজনীতি ময়দানে এখন চলছে ঘুঁটি সাজানোর পালা। এরই মধ্যে উত্তর প্রদেশের রাজনীতিতে বড় চমক। সে রাজ্যের শাসকদলের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বিজেপি ত্যাগ করলেন। যোগীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য তথা বর্ষীয়ান নেতা যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। মঙ্গলবার স্বামী প্রসাদ মৌর্য মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। তারপর অখিলেশ যাদবের হাত ধরে সপায় যোগ দেন।
এদিকে, স্বামী প্রসাদ মৌর্য ট্যুইটারে পদত্যাগপত্র পোস্ট করার পর আরও এক বিজেপি বিধায়ক রোশন লাল বর্মা তিনিও পদত্যাগের ঘোষণা করেছেন। সূত্রের খবর, আরও কয়েকজন মন্ত্রী ও বিধায়ককে সমাজবাদী পার্টিতে আনতে পারেন স্বামী প্রসাদ মৌর্য।
এদিন সপা প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের সদ্য প্রাক্তন মন্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, মৌর্যকে এবং তাঁর সমর্থকদের সমাজবাদী পার্টিতে স্বাগত।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের ওবিসি ভোট ব্যাঙ্কের একটি বড় অংশকে নিজের দখলে রেখেছেন স্বামী প্রসাদ মৌর্য। একাধিক বার বিধায়ক হয়েছেন। মায়াবতীর বহুজন সমাজ পার্টিতেও ছিলেন তিনি। ২০১৬ সালে বিজেপিতে নাম লিখিয়েছিলেন স্বামী প্রসাদ মৌর্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct