আজিজুর রহমান,গলসি,আপনজন: গলসি ১ নং ব্লকের মাড়ো নতুনগ্রামে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল জয়ী হল জিড় জিড় সেভেন নামক একটি ক্লাব। তারা বেঙ্গল নাইটার্স ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে জয়ী হয়। ব্লকের মাড়ো পাবলিক গ্রাউন্ডে স্থানীয় ৪ টি দল ওই খেলা শুরু হয়। তিন দিবসীয় ওই খেলার আয়োজন করে নতুনগ্রাম তৃণমূল কংগ্রেস। ফাইনালের শুরুতে ভারতের জাতীয় পতাকা ও তৃণমুলের দলীয় পতাকা উত্তোলনের করেন আমন্ত্রিত অতিথিরা। পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে খেলার সূচনা করেন তৃণমূল নেতা জাকির হোসেন। পাশাপাশি করোনা বিধিনিষেধ মেনে কম সংক্ষক লোক নিয়েই লেখাটি সম্পুর্ণ করেন আয়োজকরা। ফাইনালে প্রথমে বেঙ্গল নাইটার্স বাটিং করে। তারা ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। পরে জিড় জিড় সেভেন ৯ ওভারে এক উইকেট হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলের হাতে নগদ দশ হাজার ও বিজয়ী ট্রফি এবং বিজীত দলের হাতে নগদ ৮০০০ বিজীত ট্রফি তুলে দেওয়া হয়। খেলায় প্লেয়ার অফদা ম্যাচ হন প্রেম যাদব ও সেরা খেলোয়ার নির্বাচিত হয় বাপি শর্মা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি জাকির হোসেন, মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঙ্গলা রুইদাস, পঞ্চায়েত সদস্য রাজিব খান, এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কাদের খান প্রমুখ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct