মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: নিজেদের গলায় দড়ি পরে আত্মহত্যা করার দাবি জানিয়ে সুপারকে ঘিরে অভিনব কায়দায় বিক্ষোভ কোভিদ পরিস্থিতির মধ্যেও দীর্ঘ আট মাস হাসপাতালে সিকিউরিটি গার্ডের কাজ করে মাইনা পাইনি, অবশেষে নিজেদের গলায় দড়ি পড়ে অভিনব কায়দায় হাসপাতালে সুপারকে ঘিরে বিক্ষোভ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে। জানা যায়, নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে কৃষ্ণনগর সদর হাসপাতালে সিকিউরিটি সংস্থার একাধিক ব্যক্তি দীর্ঘ আট মাস ধরে হাসপাতালে ডিউটি করছেন। কিন্তু গত একমাস ধরে তারা নিজেদের মাইনে থেকে বঞ্চিত। বিক্ষোভকারীদের দাবি করোনা সংক্রমনের মধ্যেও নিজেদের জীবনকে বাজি রেখে তারা নিয়মিত কাজ করেছেন। হাসপাতালে সুপার বারংবার তাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই তারা বেতন পেয়ে যাবেন। কিন্তু দীর্ঘ আট মাস অতিক্রান্ত করলেও এখনো তারা বেতন পায়নি। অবশেষে পরিবার নিয়ে না খেতে পেয়ে মরার আশঙ্কায় হাসপাতাল সুপারকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে তারা। নিজেদের গলায় দড়ি দিয়ে তাদের দাবি অবিলম্বে তারা যদি প্রাপ্য বেতন না পেয়ে অবশেষে পরিবার নিয়ে তাদের আত্মহত্যা করতে হবে। যদিও হাসপাতালে সুপার সোমনাথ ভট্টাচার্য বলেন, এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে লিখিত ভাবে জানিয়েছেন। কিন্তু কোন টাকা না আসার কারণে বকেয়া মঞ্জুর করতে পারছেন না। যদিও বিক্ষোভকারীদের বিক্ষোভের ফলে গোটা হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। বিক্ষোভকারীরা হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের পাশে ধরনায় বসেছেন তারা।
বেতনের দাবিতে আমরন কর্মসূচি পালন করছেন হাসপাতালে অস্থায়ী কর্মীরা।ঘটনা টি কৃষ্ণনগর সদর হাসপাতালের।এই হাসপাতালে অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন মাহিনা না পাওয়ার জন্য বিক্ষোভ শামিল হয়েছেন। হাসপাতাল সুপার তাদের প্রতিনিয়ত সাতদিন কখন দশ দিন এই ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আজ প্রায় নয় মাস হতে চলল তারা কোন রকম মাইনে পাচ্ছেন না।সেই বেতনের দাবিতে তাদের প্রতিবাদ বিক্ষোভ।তাদের দাবি যতক্ষণ না তারা মাইনে না পাবেন এই আমরণ বিক্ষোভ চলবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct