মাহমুদুল হাসান,দেগঙ্গা,আপনজন: উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের কলসুর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে পাওয়ার গ্রিডের বৈদ্যুতিক তার যাওয়ায় যাদের জমির উপর দিয়ে বিদ্যুতের খুঁটি ও তার যাচ্ছে তাদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। ফলে পাওয়ার গ্রীডের বিদ্যুৎ সাপ্লাই লাইনের কাজ সমস্যার সম্মুখীন হয়। এদিন দেগঙ্গার নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের মধ্যস্থতায় কলসুরের মানুষদের সাথে নিয়ে সেই সমস্যার সমাধান করা হয়। প্রতিটি জমির মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই এই সমস্যার বিহীত করণ হয়েছে। পাওয়ার গ্রীডের এই সমস্যা সমাধানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, দেগঙ্গার এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া, বিডিও সুব্রত মল্লিক, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, দেগঙ্গা থানার আইসি অজয় কুমার সিংহ, পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ প্রমূখ। এ বিষয়ে কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বলেন, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। সামান্য কারণে সেই কর্মযজ্ঞ কোন অবস্থাতেই স্থগিত হতে পারে না। তাই আমরা এলাকাবাসীদের সমস্ত দাবিকে মান্যতা দিয়েই এই কাজ অগ্রসর করার জন্য এগিয়ে এসেছি।
আমরা দেগঙ্গা ব্লক জুড়ে প্রচুর কাজ করে চলেছি।
বিগত দিনের থেকে আজকের দেগঙ্গা অনেক উন্নত একটি ব্লকে পরিণত হয়েছে। আগামী দিনে আরও কর্মযজ্ঞ চালানোর জন্য কোন অন্তরায় যাতে না থাকে সে বিষয়ে লক্ষ্য রেখে এগিয়ে চলেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct