আপনজন ডেস্ক: দীর্ঘ ২০ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর মার্কিন বাহিনীদের পরাজিত করে নিজেদের ভূমিতে স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে তালেবান। সংগঠনটি সরকার গঠনের পর মহিলাদের নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে বেশ তৎপর ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার আফগান নারীদের হিজাব পরার আহ্বান জানিয়ে রাজধানী কাবুলে ব্যানার টানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।
রোববার দেশটির সৎ কর্মে আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয় রাজধানী কাবুলজুড়ে দেওয়াল ও গাছে এই ব্যানার ও প্লাকার্ড টানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের বোরকা ও হিজাব পরিধানের ব্যাপারে আরও বেশি সতর্কতা জারি করতে রাজধানী শহরজুড়ে ব্যানার টাঙানোর পাশাপাশি সমগ্র আফগানিস্তানের গাড়ি চালকদের প্রতিও নতুন নির্দেশনা দিয়েছে আফগান সরকার। এই নির্দেশনায় বলা হয়েছে, হিজাব না পরলে কোনো নারীকে গাড়িতে আসন দেওয়া যাবে না।
ব্যানারে দেওয়া নোটিশে লেখা রয়েছে, শরীয়াহ আইন অনুযায়ী, একজন মুসলিম নারীকে অবশ্যই হিজাব পরতে হবে। কারণ এটিই শরীয়াহ আইনের নির্দেশ।
আরও পড়ুন: