আপনজন ডেস্ক: আফগানিস্তানে সরকার হিসাবে তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে তেহরান এখনও কিছুটা দূরে রয়েছে বলে জানিয়েছে ইরান। তালেবানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তেহরানে এক বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেছেন, রবিবার তালেবানের প্রতিনিধিদের সাথে উচ্চ-পর্যায়ের আলোচনা ইতিবাচক ছিল। তবে ইরান এখনই তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর্যায়ে নেই। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জন্য বড় ধরনের উদ্বেগের। এই উদ্বেগ থেকেই আফগান প্রতিনিধিরা ইরান সফর করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। কাবুলের ক্ষমতাসীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নেতৃত্বাধীন তালেবানের প্রতিনিধি দল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তেহরানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে। গত বছরের আগস্টের মাঝের দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিশৃঙ্খলাপূর্ণ প্রত্যাহারের পর দেশটিতে পশ্চিমা-সমর্থিত সরকারের পতন ঘটে। এরপর প্রথমবারের মতো তালেবানের প্রতিনিধিরা ইরান সফর করলেন।
কাবুলের পতনের পর ইরান আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানিয়ে দেয়। দেশটি তখন থেকেই বলে আসছে, আফগানিস্তানের নতুন সরকার যদি অন্তর্ভুক্তিমূলক হয়, তবেই ইরান সেই সরকারের স্বীকৃতি দেবে। সেই সময় থেকেই ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে তালেবান। গত কয়েক মাসে বেশ কয়েকবার আফগানিস্তান সফর করেছেন ইরানের বিশেষ দূত হাসান কাজেমি-কোমি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct