আপনজন ডেস্ক: টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। প্রাথমিক টেটের ফল ঘোষণা করা হল সোমবার। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, টেটে পাশ করেছেন মোট ৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা নেওয়া হয়। তার ১১ মাসের মধ্যে টেট পরীক্ষার ফলাফল ঘোষণা করল পর্ষদ।
আগেই পর্ষদের ওয়েবসাইটে ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছিল। চূড়ান্ত ফল প্রকাশের আগে ড্রাফটও প্রকাশ করা হয়। প্রায় ৩ হাজার মতামত জমা পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে। সব মতামত বিশেষজ্ঞদের দ্বারা বিচার করা হয়। এরপরই চূড়ান্ত ফল ঘোষণা করা হল। ছাত্র ছাত্রীদের রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সার্চ করলেই জানা যাবে ফলাফল।
এ বছর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ৩ লক্ষের মতো চাকরিপ্রার্থী। পরীক্ষায় বসেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন । পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ৮৯৬ জন । wbbpe.org ও wbbprimaryeducation.org - এই দুটি ওয়েবসাইটে নিজের রোল নম্বর ও জন্মের তারিখ দিলে দেখতে পাওয়া যাবে ফলাফল । বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, ‘‘সব ধরনের স্বচ্ছতা ও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ফলাফল প্রকাশ করা হয়েছে । মুখ্যমন্ত্রী চান যাতে প্রতি বছরই টেট পরীক্ষা হয় এবং নিয়োগ করা হয় ।’’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct