সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: বাঁকুড়া জেলার বেশকিছু ব্লকে সারা বছর ধরে বিভিন্ন ধরনের ফসল ফলান এই জেলার কৃষকেরা। মূলত ধান, আলু,সরিষা,তিল,সহ নানা রকমের সব্জি বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে থাকেন বেশির ভাগ চাষি।কিন্তু প্রথাগত চাষাবাদের পরিবর্তে বিকল্প চাষ করে লাভের মুখ দেখছেন অভিজিৎ ঘোষ নামে এক চাষি। কোনো প্রথাগত ধান,আলু,সব্জি চাষ নয়,বিকল্প চাষেই লক্ষ্মী লাভ কোতুলপুর ব্লকের বেনেরচকে অভিজিৎ বাবুর। নিজের ৫ বিঘা জমির উপর কলার বাগান তৈরী করেছেন তিনি। তাঁর এই বাগানে মূলত জি৯ প্রজাতির কলা গাছ রোপণ করেছেন তিনি।অভিজিৎ বাবু বলেন লোকাল বাজারে এই কলার প্রচুর চাহিদা রয়েছে। এক কাঁদি কলার বাজার মূল্য প্রায় ৪৫০থেকে ৪৮০ টাকা। তাছাড়া এই জি৯ কলার গাছে পোকা মাকড়ের আক্রমণও কম, ১ থেকে ২ বার ওষুধ ব্যবহার করলেই ঠিক হয়ে যায়। অভিজিৎ বাবু বলেন,এই কলা চাষ করে প্রতি বৎসর ৬০ থেকে ৭০ হাজার টাকা উপার্জনের পথ রয়েছে। যা অন্যান্য ফসল চাষ করে পাওয়া যাবে না। তাই তিনি এই বিকল্প চাষকে বেছে নেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct