রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে মুম্বাই থেকে গ্রেফতার করল দৌলতাবাদ থানার পুলিশ। খুনের ঘটনার পর কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, মূল অভিযুক্ত রিন্টু মন্ডল পলাতক ছিল। দৌলতাবাদ থানার ওসি দেবাশিস ঘোষ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত রিন্টু সেখের মোবাইল নম্বর লোকেশন ট্যাগ করে গত ৫ই জানুয়ারি ওসি দেবাশিষ ঘোষ সহ তার টিম মুম্বাইয়ে গিয়ে হাতেনাতে গ্রেফতার করে।
উল্লেখ্য, মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার দাদপুর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে পুরোনো বিবাদের জেরে গত ১২ অক্টোবর চায়ের দোকান থেকে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে হত্যা করে দুষ্করতীরা। খুনের ঘটনায় দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, মূল অভিযুক্ত রিন্টু মণ্ডল মুম্বাইয়ে পালিয়ে যায়।
অবশেষে মূল অভিযুক্তকে গত ৫ই জানুয়ারি গ্রেফতার করে মুম্বাই থেকে।
৬ জানুয়ারি মহারাষ্ট্রের বেলাপুর এলডি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর কাছে হাজির করা হলে, বিচারপতি তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। তারপর ৮ই জানুয়ারি দৌলতাবাদ থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে খুনের ঘটনার কথা স্বীকার করে এবং তার বাড়ির পাশে মাটির তলায় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র সে নিজেই পুলিশের হাতে তুলে দেয়। রবিবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দৌলতাবাদ থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct