কদম
হাবিবুর রহমান
_________________
নদীনালার দ্যাশ সুন্দরবন l জঙ্গল আর নদীরপানি l নদীর মীনবাগদা- জঙ্গলের কাঠ এই সন্বলl
কদম রসুল l সোমত্ত জোয়ান l ছোট্ট একখান ডিঙি নৌকো l মীন ধরে, জঙ্গলে কাঠ কাটেl
বাপমার সুখের সংসার l মা শুধায়, বাজান, তোরে ইবার বিয়া দিমু l
লাজে কদমের চোখমুখ রাঙায় l
পাশের দ্বীপের জরিনার সনে কদমের সাদী হইলো l
এতদিন নদীনালার সনে পিরিত ছিল কমমের l
এখন টান ঘরের l মাবাপে কয়, কদমরে, এতো কুঁড়ে হইলে, সমসার চলবো কেমনে বাপ্?
কদম জবাব দেয় না l
জরিনা কান্দে, মাবাপ মোকে দুষে, ক্যান যাওনা কামে?
কদম সজোরে জরিনাকে কাছে টানে, তোরে ছাইড়া মন চায়না যাতিরে বৌ l
বৌ কয়, তা হোক, তুমি কামে যাও l
পরদিন, কদম জঙ্গলে গেল কাঠ কাটকে l গভীর জঙ্গল l অনেক কাঠ l সূর্য ঢল্ খেয়েছে l
কদম একমনে কাঠ বাঁধছে l
হটাৎ কদমের সামনে বাঘ l অসম সাহসী কদম কুড়ুল বাগায় l ফস্কে গেল l বাঘ কদমের ঘাড়ে ঝাঁপায় l আস্তে আস্তে কদম নিস্তেজ l
রাতে বিছানা খালি l জরিনা কান্দে l বাপমায় কান্দে l
কদিন পর কদমের লাশ উদ্ধার হয় l
বাপমায় বুক চাপড়ায় l জরিনা উথালি-পাতালি l কদম যেন হাসে, মোর লগে কান্দো কেনে বৌ !আমি তো কামে আছি l আর ফিরুমনা l
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct