আপনজন ডেস্ক : কোভিডে আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। কলকাতা ও সংলগ্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর এই পরিষেবা প্রদান করবে। আজ সোমবার থেকে এই পরিষেবা শুরু হতে পারে বলে খবর।
সম্প্রতি নবান্ন থেকে বলা হয়েছিল গ্রামবাংলায় করোনা আক্রান্ত দুস্থ পরিবার কোনওরকম খাদ্যসংকটে না পড়ে। সেদিকে খেয়াল রেখে তাদের বাড়িতে সরকারের তরফে শুকনো খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল জেলাশাসকদের। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দেন প্যাকেট করে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো শুকনো খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। জেলাশাসকদের বলা হয়েছিল, মাথাপিছু তিন কেজি করে চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে প্যাকেট তৈরি করতে। এছাড়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য-বার্তা সহ ফলের ঝুড়ি কলকাতা পুরসভা এলাকায় পৌঁছে যাচ্ছিল করোনা আক্রান্তদের বাড়িতে। এবার আক্রান্ত রোগীদের রান্না করা খাবার হোম ডেলিভারি দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
রবিবার ‘বাংলার গর্ব মমতা’ ট্যুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয় করোনা আক্রান্তদের। এইসময় রান্না বা বাড়ির কাজে অসুবিধা হয় তাঁদের। পুষ্টিযুক্ত খাবার পাওয়ার জন্য বাড়ির সদস্য বা বন্ধুদের সাহায্য নিতেই হয়। তাই করোনা আক্রান্তদের পুষ্টিযুক্ত খাবার দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মূলত ভাত, ডাল, ডিম-মাছ, মাংস ও একটি সব্জি থাকবে রাজ্যের দেওয়া খাবারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct