মাহমুদুল হাসান, দেগঙ্গা,আপনজন: গত কয়েকদিন পূর্বে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। সপ্তাহ খানেক পূর্ব থেকেই দেশজুড়ে ওমিক্রণ হানায় কোভিডের বাড়বাড়ন্ত হয়েছে। সেই পরিস্থিতিতে রাশ টানতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, আমরা সকলেই নিজেরা নিজেদের সুরক্ষা তৈরি করি, প্রশাসন জোর করে কাউকে সুরক্ষা দিতে পারে না। আমরা প্রত্যেকেই মাক্স পরি সামাজিক দূরত্ব বিধি মানি ও করোনার টিকা গ্রহণ নিজেদের উদ্যোগেই করতে হবে। তাহলেই আমরা সকলে সুস্থ থাকব। এ রকমই এক বার্তা নিয়ে শনিবার নিজের নির্বাচিত আসন, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের হযরত আয়েশা সিদ্দিকা মাদরাসাতুল বানাতে কোভিড সচেতনতা শিবির করেন, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষক নেতা ও রাজারহাট নিউটাউন মাঝেরআইট দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা একেএম ফারহাদ ।কোভিদ বিধি মেনেই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাদ্রাসার বিশেষ কিছু ছাত্রী দের নিয়ে এই সচেতনতা শিবির পরিচালনা হয়। এদিন পীরজাদা একেএম ফারহাদ সকলকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেকে দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো নিজেদের পাড়া-প্রতিবেশীদেরকে মাক্স পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও অনতিবিলম্বে কোভিড টিকা গ্রহণ করার জন্য সকলকে সচেতন করব। তিনি উপস্থিত সকল গুণীজন ও মাদ্রাসা ছাত্রী দের হাতে প্রচুর মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন এবং সে গুলোকে নিজেদের প্রতিবেশীদের মধ্যে বন্টন করার জন্যও অনুরোধ করেন। প্রশাসনের যে নির্দেশিকা আছে সেগুলো নিয়েও মানুষকে সচেতন করার জন্য উপস্থিত প্রতিনিধিদেরকে আহ্বান জানান পীরজাদা ফারহাদ। তার বক্তব্যের মধ্যে তিনি বলেন, মমতা হ্যায় তো মুমকিন হ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড আক্রান্তদেরকে ফল উপহার দিচ্ছেন। সাথে সাথে তিনি মানুষকে বিধিনিষেধ মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সেই কাজকে আরও ত্বরান্বিত করতে, তৃণমূল স্তরে আমরা তা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। জেলা প্রশাসনের সঙ্গে সম্পর্ক রেখে এই কোভিড সচেতনতা কে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তিনি বলেন আতঙ্ক নয়, সচেতন হই। তবেই সমাজ সুস্থ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct