আপনজন ডেস্ক: গুগল ডুডলের মাধ্যমে ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষিকা বলে পরিচিত ফাতিমা শেখকে সম্মান জানাল। ফাতিমা শেখ ১৮৩১ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেছিরেন মহারাষ্ট্রের পুণে শহরে। তিনি জ্যোতিরাও এবং সাবিত্রীবাই ফুলে-র সঙ্গে ১৮৪৮ সালে আদিবাসী গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন, যা মেয়েদের জন্য ভারতের প্রথম স্কুলগুলির মধ্যে একটি। তাঁর ১৯১তম জন্মদিনে তাই গুগুল ডুডলে তাঁকে স্থান করে দিয়ে স্মরণ করিয়ে দিল এই মহীয়সী রমণীকে।
ফাতিমা শেখ ও তার ভাই উসমানের সাথে পুণেতে থাকতেন। দলিতদে শিক্ষিত করার চেষ্টার জন্য সাবিত্রীবাই ফুলে ও তার স্বামীকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ায় ফাতিমা শেখরা তাদের বাড়ি তাদের জন্য খুলে দিয়েছিলেন। সেসময় আদিবাসী গ্রন্থাগারটি ফাতিমাদের ছাদের নীচে খোলা হয়েছিল। সেখানে সাবিত্রীবাই ফুলে এবং ফাতিমা শেখ প্রান্তিক দলিত ও মুসলিম মহিলা সম্প্রদায়কে শিক্ষা দিয়েছিলেন যারা শ্রেণী, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল।
ফাতিমা শেখ সারা জীবন অনুন্নত সম্প্রদায়ের জন্য আদিবাসী গ্রন্থাগারে শিক্ষাদান করে েএসেছন। ভারতীয় বর্ণব্যবস্থার কবল থেকে বাঁচতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি প্রভাবশালী শ্রেণীর কাছ থেকে সত্যশোধক আন্দোলনের সাথে জড়িত থাকায় অপমানিত হয়েছিলেন, কিন্তু দমে যাননি। ভারত সরকার ২০১৪ সালে উর্দু পাঠ্যবইয়ে তার কৃতিত্ব তুলে ধরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct